শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বীচ গেমসে বঞ্চিত পুরুষ কাবাডি দল

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভিয়েতনামের ডায়াংয়ে অনুষ্ঠেয় এশিয়ান বিচ গেমসে বঞ্চিত বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এ আসরে লাল-সবুজরা পাঁচটি ডিসিপ্লিনে অংশ নেবে। যার মধ্যে অন্যতম কাবাডি। বরাবর বিচ গেমস থেকে পদক জিতে এসেছে বাংলাদেশ মহিলা কাবাডি দল। তবে ২০১০ সাল থেকে এই গেমসে বঞ্চিত করা হচ্ছে পুরুষ কাবাডি দলকে। প্রাধান্য দেয়া হচ্ছে মেয়েদের। গেমসে অংশ নেয়ার লক্ষ্যে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ১২ জনের মহিলা দলের নাম ঘোষণা করে কাবাডি ফেডারেশন। ১৬ জুলাই ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জাতীয় মহিলা দলের অনুশীলন ক্যাম্প শুরু হলেও তখন বেশ ক’জন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। ফলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) চরমপত্র পায় কাবাডি ফেডারেশন। তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে, ভিয়েতনামে নাম পাঠানোর পর দলের সবাই যোগ দিলেও গেল দু’মাসে ক্যাম্পে যোগ দেননি মাছুরা খাতুন। এরই মধ্যে বাছাই শেষে আটজনের দল করা হয়। কিন্তু দলের জন্য অপরিহার্য খেলোয়াড় হওয়া সত্তে¡ও মাছুরা কাবাডির ক্যাম্পকে অবহেলা করেছেন। তিনি ফুটবলের ক্যাম্পে থাকায় এখন পর্যন্ত কাবাডির ক্যাম্পে আসেননি। তাই তাকে ছাড়াই ক্যাম্প চালাতে বাধ্য হয়েছে ফেডারেশন। আর আসি আসি করেও এখন পর্যন্ত ঢাকায় এসে পৌঁছেননি মহিলা কাবাডি দলের ভারতীয় কোচ বনানী সাহা। তবে শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসছেন না বলে নিশ্চিত করেছেন ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ। তিনি বলেন, ‘বিওএ, বিশ্ব কাবাডি ফেডারেশন এমনকি আমাদের পক্ষ থেকেও কোন ত্রæুটি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত রেলওয়ে ইন্ডিয়া অনুমোদন দেয়নি বলে ঢাকায় আসা হচ্ছে না বানানী সাহার।’ ফলে হাস্যকর ঘটনা ঘটাচ্ছে ফেডারেশন। এতদিন সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমানে কোচ জিয়াউর রহমান মহিলা দলকে প্রশিক্ষণ দিলেও কোচ কাম ম্যানেজার হিসেবে বীচ গেমসে যাচ্ছেন ফেডারেশনের সদস্য কাইয়ুম শিকদার। এই গেমসে মহিলা কাবাডি দলের কিট স্পন্সর হয়েছে ওয়ালটন। এদিকে অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ কাবাডিকে সামনে রেখে কোচ সুবিমল চন্দ্র দাসের তত্ত¡াবধানে অনুশীলন করছে জাতীয় পুরুষ কাবাডি দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন