বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আজ আসছেন জামাল ভূঁইয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

ছুটি কাটিয়ে ডেনমার্ক থেকে আজ ঢাকায় ফিরছেন জাতীয় ফুটবল দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশ লকডাউনের আওতায় আসলে চলতি মাসের প্রথম দিকেই ডেনমার্ক পাড়ি জমান প্রবাসী এই মিডফিল্ডার। তবে যাওয়ার আগে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় লেগের জন্য সাইফ স্পোর্টিংয়ে নিবন্ধন করেই ঢাকা ছাড়েন জামাল। লকডাউন শেষে ৩০ এপ্রিল মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বিতীয় লেগ। খসড়া ফিকশ্চার অনুযায়ী পরের দিনই খেলা রয়েছে জামালের ক্লাব সাইফ স্পোর্টিংয়ের। তাই সহসাই ঢাকায় আসা প্রয়োজন জামালের। এ প্রসঙ্গে সাইফের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী গতকাল বলেন, ‘আগামীকাল (আজ) ঢাকায় আসছেন জামাল। লিগ কবে শুরু হবে সে অনিশ্চয়তার পর আমরা তাকে ছুটি দিয়েছিলাম। কারণ, অনেক দিন পরিবারের সঙ্গে দেখা করতে পারেনি সে। ঢাকা থেকে ডেনমার্ক হয়ে জামাল গিয়েছিলেন জার্মানিতে। সেখানে তার স্ত্রী থাকেন। জার্মানি থেকে ডেনমার্ক হয়ে ফের ঢাকায় ফিরছেন আমাদের অধিনায়ক।’
ভারতের জনপ্রিয় ফুটবল আসর আই লিগে খেলার কারণে এবার বিপিএলের প্রথম লেগে জামালকে মিস করেছে সাইফ স্পোর্টিং। আই লিগে তিনি কলকাতা মোহামেডানের হয়ে মাঠ মাতিয়ে গত মাসে দেশে ফিরে নেপালের কাঠমান্ডুতে ত্রিদেশীয় টুর্নামেন্টে জাতীয় দলকে নেতৃত্ব দেন। যদিও জামালের নেতৃত্বে ত্রিদেশীয় টুর্নামেন্টে সাফল্য পায়নি বাংলাদেশ। ২৯ মার্চ টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরে লাল-সবুজের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙ্গে যায়। কাঠমান্ডু থেকে দেশে ফেরার পর বিপিএলের দ্বিতীয় লেগের জন্য সাইফ স্পোর্টিংয়ের পক্ষে নিবন্ধন করেই ডেনমার্ক যান জামাল ভূঁইয়া। এখন তিনি অপেক্ষায় আছেন বিপিএলের দ্বিতীয় লেগে সাইফের পক্ষে মাঠ মাতাতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন