রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে হিটস্ট্রোকে রিকশা চালকের মৃত্যু

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

অত্যাধিক তাপ প্রবাহে বরিশাল মহানগরীতে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রিকশাচালক রাজা মিয়া। অসহ্য গরমে অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর সদর রোডে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ওইদিন দুপুর ৩টায় বরিশাল মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে গিয়ে রাজা মিয়া রিকশা থেকে নেমে একটি দোকানের সামনে বসে ঢলে পড়ে শরীরে কয়েকটি ঝাঁকুনি দেন। পথচারীরা তাকে ধরাধরি করে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে নিয়ে যান। সেখানকার সেবিকারা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এসআই মো. রিয়াজ জানান, তিনি রিকশাচালক রাজা মিয়াকে নিয়ে জেনারেল হাসপাতালে গেলে সেখানকার আবাসিক চিকিৎসক ডা. মলয় কৃঞ্চ জানান, হাসপাতালে পৌঁছার আগেই রাজা মিয়ার মৃত্যু হয়েছে। তার বাড়ি ঝালকাঠি। তিনি নগরীর বগুড়া রোড অপসোনিন কেমিক্যাল ইন্ডাট্রিজ এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন