শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খাওয়ার অযোগ্য চাল ভারত থেকে আমদানি

সান্তাহার জংশনে ৬টি ওয়াগনে ৩৫৪ মেট্রিক টন

মো. মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

ভারত থেকে আমদানি করা চালের একটি অংশ একেবারেই খাওয়ার অযোগ্য। বগুড়ার সান্তাহার জংশনে আসার পর ৬টি ওয়াগনভর্তি ৩৫৪ মেট্রিক টন চাল খালাস বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। এসব চাল খালাস করা হবে নাকি ভারতে ফেরত পাঠানো হবে তা পরিস্কার নয়। তবে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের সিদ্ধান্ত ছাড়া ৬টি ওয়াগন পড়ে থাকবে।

স্থানীয় খাদ্য বিভাগ সূত্র জানায়, সান্তাহার জংশনে ৬টি ওয়াগনভর্তি ভারত থেকে আমদানি করা এসব চাল একেবারেই নিম্নমানের ও খাওয়ার অযোগ্য। প্রায় চার দিন ধরে ওই ৬টি ওয়াগনভর্তি চাল সান্তাহার জংশনের খালাস পয়েন্টে রাখা হয়েছে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান ইনকিলাবকে জানান, আমদানি করা চালের মধ্যে ৬টি ওয়াগনে মড়া, বিনষ্ট ও বিবর্ণ চালের পরিমাণ বেশি হওয়ায় খালাস বন্ধ রাখা হয়েছে। সাধারণত চাল গ্রহণের ক্ষেত্রে দুই থেকে তিন শতাংশ মড়া, বিনষ্ট ও বিবর্ণ গ্রহণের বিধান থাকলেও ওইসব ওয়াগনে থাকা চালে এর পরিমাণ অনেক বেশি। বিষয়টি খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোসহ চালের নমুনা খাদ্য অধিদফতরে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই ৬টি ওয়াগনের চাল খালাস বন্ধ থাকবে।

বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষাণাগার (সিএসডি) কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ খাদ্য সঙ্কট মোকাবেলায় খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে জি টু জি চুক্তির আওতায় ভারত থেকে ট্রেনে চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। গত গত ৩ এপ্রিল ভারত থেকে ট্রেনে বাংলাদেশের দর্শনা হয়ে পাঁচটি পর্যায়ে ২০৫ ওয়াগন চাল বাংলাদেশে প্রবেশ করে।

দর্শনা থেকে চাল সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষাণাগারে (সিএসডিতে) মজুদ করার জন্য সান্তাহার জংশনে নিয়ে আসা হয়। ভারত থেকে আমদানি করা চালের পরিমাণ প্রায় ১২ হাজার ৯৫ মেট্রিক টন। এসব চাল পরীক্ষা করার পরই সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষাণাগারে মজুদ করে রাখা হচ্ছে।

গতকাল বুধবার পর্যন্ত আট হাজার ৩৭৬ মেট্রিক টন চাল ওয়াগন থেকে খালাস করা হয়েছে বলে সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপক দুলাল হোসেন জানিয়েছেন। এ মধ্যে ৬টি ওয়াগনের মড়া, বিনষ্ট ও বিবর্ণ চাল চাল খালাস বন্ধ রাখা হয়েছে। চালের পরীক্ষার রিপোর্ট এবং ঢাকা থেকে নির্দেশনা না আসা পর্যন্ত ৬টি ওয়াগনের চাল সান্তাহার জংশনের খালাস পয়েন্টে পড়ে থাকবে। আর ওয়াগনগুলোর দেখভাল করতে রেলওয়ে পুলিশকে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
parvez ২৯ এপ্রিল, ২০২১, ১:১০ এএম says : 0
Ah ha ha . ke jeno bolechilen, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। so oi cal ser bondhuter upohar !
Total Reply(0)
ক্ষণিকের মুসাফির ২৯ এপ্রিল, ২০২১, ১:৪৩ এএম says : 0
জেনে বুঝে করেছে কিছু টাকা অগ্রিম পাচার করছে আর কি সময় খারাপ দেখলে ঐখানে আশ্রয় নেওয়া লাগলে খরচ করতে হবে না
Total Reply(0)
Anwar Hossen Anik ২৯ এপ্রিল, ২০২১, ১:৪৩ এএম says : 0
অযোগ্য পণ্য আমদানী করা মানে ভারতের অর্থনীতি সচল করার সামিল।
Total Reply(0)
Md. Jamil H Rana ২৯ এপ্রিল, ২০২১, ১:৪৪ এএম says : 0
ভারত আজীবনই আমাদের ঠকিয়েছে।
Total Reply(0)
মুক্তিকামী জনতা ২৯ এপ্রিল, ২০২১, ১:৪৬ এএম says : 0
আমাদের দেশের কিছু মানুষ আছে তারা এদেশের চেয়ে ভারতকে বেশি ভালো বাসে।
Total Reply(0)
কুদ্দুস তালুকদার ২৯ এপ্রিল, ২০২১, ১:৪৭ এএম says : 0
বন্ধু রাষ্ট্রকে খুশি করতে দেশের এই ক্ষতি করছেন। মীর জাফর কোথাকার।
Total Reply(0)
তোফাজ্জল হোসেন ২৯ এপ্রিল, ২০২১, ১:৪৭ এএম says : 0
এই চাল েএনে কি করা হবে।
Total Reply(0)
রাকিব ২৯ এপ্রিল, ২০২১, ৭:৩২ এএম says : 0
ভারত থেকে এমনটা পাওটা সাভাবিক কারন , ভারত তো আমাদের প্রকৃত বন্ধু, সেই খাতিরে এগুলো রেখে দেয়া হোক৷ আর তা নেতাদের মাঝে বন্টন করে দেয়া হোক৷
Total Reply(0)
Mominul+Hoque ২৯ এপ্রিল, ২০২১, ৯:০৫ এএম says : 0
এই দেশের মীরজাফরেরাই ভারতকে বন্ধু হিসেবে দেখে। কিন্তু ভারত আমাদের ঠকানো ছাড়া আর কিছুই করেনি সারাজীবন।
Total Reply(0)
MOHAMMAD PARVEZ KHAN ২৯ এপ্রিল, ২০২১, ৯:৪৩ এএম says : 0
আমার মনে হয় এর সাথে খাদ্য-অধিদপ্তরের উচ্ছ পদ¯ত লোকজন জড়িত।
Total Reply(0)
MOHAMMAD PARVEZ KHAN ২৯ এপ্রিল, ২০২১, ৯:৫২ এএম says : 0
আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে মীরজাফরের সংখ্যাই বেশী। তারা দূর্নীতি তো করেই আবার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ বিসর্জন দেয়। আল্লাহ এদের হেদায়াত দান করুন- –আমিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন