সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শ্রীলঙ্কার দাপুটে দিনে তাসকিনের ঝলক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৫:৫৩ পিএম

দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে প্রথম দিন ভুগিয়েছিল বাংলাদেশকে। শ্রীলঙ্কা ২৯১ রান করার দিনে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ছিল করুণারন্তের উইকেট। দ্বিতীয় দিনও ক্যান্ডিতে স্বাগতিক ব্যাটসম্যানদের আধিপত্য ছিল। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে ঝলমলে ছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শেষ সেশনে রমেশ মেন্ডিসের ক্যাচ নাজমুল হোসেন শান্ত না ফেললে তার নামের পাশে থাকতো চার উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন শেষে, শ্রীলঙ্কা ১৫৫.৫ ওভারে ৪৬৯/৬ (রমেশ ২২*, ডিকবেলা ৬৪*)

শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় দিন হাফ সেঞ্চুরি করেছেন ওশাডা ফার্নান্ডো ও নিরোশান ডিকবেলা। এখনও ৬৪ রান করে অপরাজিত আছেন ডিকবেলা। ওশাডাকে ৮১ রানে থামান মেহেদী হাসান মিরাজ। আর তাইজুল ইসলাম ফেরান ধনঞ্জয়া ডি সিলভাকে (২)। এদিন স্বাগতিকদের বাকি ৩ উইকেট নেন তাসকিন। থিরিমান্নেকে ১৪০ রানে ও অ্যাঞ্জেলো ম্যাথুজকে ৫ রানে লিটন দাশের ক্যাচ বানান ডানহাতি পেসার। দারুণ ডেলিভারিতে পাথুম নিশানকার অফস্টাম্প নাড়িয়ে দিয়েছেন তিনি। যদিও শ্রীলঙ্কা বড় রানের দিকেই এগোচ্ছে, তারপরও সব মিলিয়ে দিন শেষে তাসকিনের মোহনীয় পারফরম্যান্স এনে দিয়েছে স্বস্তি।

আলোর স্বল্পতায় ফের খেলা বন্ধ

দ্বিতীয় দিনের শেষ সেশনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। প্রথমে আধঘণ্টার মতো শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলা বন্ধ ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে। এবার বাধ সেধেছে আলোর স্বল্পতা। ৬ উইকেটে তাদের রান ৪৬৯।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৫৫.৫ ওভারে ৪৬৯/৬ (রমেশ ২২*, ডিকবেলা ৬৪*)

আবারও তাসকিনকে হতাশ করলেন শান্ত

আবারও ফিল্ডিংয়ে তাসকিন আহমেদকে হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন ১৫২তম ওভারের শেষ বলে শ্রীলঙ্কার ব্যাটসম্যান রমেশ মেন্ডিসের ক্যাচ ফেলে দেন তিনি। তাতে তাসকিন চতুর্থ উইকেট বঞ্চিত হন। এ নিয়ে দ্বিতীয়বার ক্যাচ ফসকালো শান্তর হাত থেকে। প্রথম দিন ২০তম ওভারে দিমুথ করুণারত্নেকে জীবন দেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৫৫.৫ ওভারে ৪৬৯/৬ (রমেশ ২২*, ডিকবেলা ৬৪*)

ডিকবেলার হাফ সেঞ্চুরি

১৮তম হাফ সেঞ্চুরির দেখা পেলেন নিরোশান ডিকবেলা। বাঁহাতি এই লঙ্কান ব্যাটসম্যান ৪৮ বলে ৬ চারে ফিফটি করেন। রমেশ মেন্ডিসের সঙ্গে তার জুটি পঞ্চাশ ছাড়িয়েছে আরও আগেই।

বৃষ্টি শেষে মাঠে শ্রীলঙ্কা-বাংলাদেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ২০ মিনিটের মতো বন্ধ ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা। আকাশ পরিষ্কার হলে আবার মাঠে নেমেছে শ্রীলঙ্কা। নিরোশান ডিকবেলা হাফ সেঞ্চুরির পথে ছুটছেন।

বৃষ্টিতে খেলা বন্ধ

দ্বিতীয় টেস্টেও প্রকৃতি বাধ সাধছে। ক্যান্ডিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতে মেঘের আড়ারে ঢাকা পড়েছে সূর্য, নেমেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাতে সাময়িক বন্ধ করা হয়েছে খেলা। ১৪৯ ওভারে ৬ উইকেটে ৪৩৬ রান শ্রীলঙ্কার। রমেশ মেন্ডিস ও নিরোশান ডিকবেলার জুটি পঞ্চাশ ছাড়িয়েছে।

চা বিরতির পর দ্বিতীয় ওভারের প্রথম বলে ডিকবেলার বিরুদ্ধে তা্ইজুল ইসলাম কট বিহাইন্ডের আপিল করেন। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলে রিভিউ নেন লঙ্কান ব্যাটসম্যান। আল্ট্রা এজে বল তার ব্যাটে নয়, ফ্রন্ট প্যাডে লাগতে দেখা গেছে। রিভিউয়ে উইকেট বাঁচান ডিকবেলা। তাতে হতাশ হতে হয় তাইজুলকে।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৪৯ ওভারে ৪৩৬/৬ (রমেশ ১২*, ডিকবেলা ৪২*)

দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

দ্বিতীয় সেশনেও বাংলাদেশের প্রাপ্তি রয়েছে। ৩০ ওভার বল করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। লাঞ্চের পর মাঠে নেমে চা বিরতিতে যাওয়ার আগে আরও ৯১ রান যোগ করেছে শ্রীলঙ্কা। হারিয়েছে পাথুম নিশানকা ও ওশাডা ফার্নান্ডোর উইকেট। ৪৩ রানের জুটি গড়ে দ্বিতীয় সেশন শেষ করেছেন রমেশ মেন্ডিস ও নিরোশান ডিকবেলা। দ্বিতীয় দিনের দুই সেশন শেষে ১৪৬ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৪২৫ রান।

ওশাডাকে ৮১ রানে থামালেন মিরাজ

সেঞ্চুরির পথে ছুটছিলেন ওশাডা ফার্নান্ডো। তিন নম্বরে ব্যাট করতে নেমে চতুর্থ হাফ সেঞ্চুরি করেন তিনি। লাহিরু থিরিমান্নের সঙ্গে ১০৪ ও পাথুম নিশানকার সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন। আর ১৯ রান করলেই হতো শতক। কিন্তু পারলেন না। মেহেদী হাসান মিরাজের বলে ওশাডা সুইপ করেন, বাঁ দিকে সরে গিয়ে দারুণ একটা ক্যাচ ধরেন লিটন দাশ।

নিশানকা আউট হওয়ার পর মাত্র চার বলের ব্যবধানে ওশাডা ফিরলেন ২২১ বলে ৮১ রান করে। ৩৮২ রানে ৬ উইকেট নেই শ্রীলঙ্কার।

তাসকিনের বলে নিশানকা বোল্ড

বল হাতে প্রথম টেস্টে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচেও অসাধারণ তিনি। বাংলাদেশের এই ডানহাতি পেসার নিজের তৃতীয় উইকেট পেলেন। পাথুম নিশানকার ব্যাট ফাঁকি দিয়ে অফস্টাম্প ভাঙে তাসকিনের বল। ৮৪ বলে ৩০ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। ওশাডা ফার্নান্ডোর সঙ্গে ৫৪ রানের জুটি ছিল তার। ৩৮২ রানে পঞ্চম উইকেট হারালো শ্রীলঙ্কা।

লাঞ্চের পর শ্রীলঙ্কার প্রতিরোধ

প্রথম সেশনের শেষ দিকে ১৫ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে সেই ধাক্কা সামাল দিয়ে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের পথে নিচ্ছেন ওশাডা ফার্নান্ডো ও পাথুম নিশানকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন