সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর মিছিল থামছে না

দু দিনে ৩ জনের মৃত্যু আক্রান্ত ১১৩

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ৫:৪৮ পিএম

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর মিছিল থামছে না। মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় বরিশাল মহানগরীর গোরস্থান রোড ও বাকেরগঞ্জে দুজন ছাড়াও ঝালকাঠীর নলছিটিতে ৯৫ বছরের এক নারীর মুত্যু ঘটেছে। এনিয়ে দক্ষিনাঞ্চলে মোট মৃত্যু সংখ্যাটা ২৬৮ জনে উন্নীত হল। আর এসময়ে আক্রান্ত ১১৩ জন সহ দক্ষিনাঞ্চলে কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা দাড়াল ১৪ হাজার ৭১৯ জনে। এ অঞ্চলে সনাক্তের তুলনায় মৃত্যু হার এখনো ১.৮২%। আর চলতি মাসের ৪ দিনে দক্ষিনাঞ্চলের ৬ জেলায় ৯৬ জন করোনা সংক্রমনের সাথে মৃত্যু হয়েছে পাঁচ জনের।
গত ৪৮ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সহ দক্ষিণাঞ্চলের জেলা উপজেলায় ৭৩৭ জনের নমুনা পরিক্ষায় আরো ১১৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে সনাক্তের হার এখনো ১৫.২৬%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে এ সময়ে নতুন ১৮৯ জন সহ সর্বমোট ১১ হাজার একশ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। বেশ কিছুদিন পরে এ অঞ্চলে সুস্থতার হার কিছুটা বেড়ে ৮২.২১%-এ উন্নীত হল। তবে এক মাস আগের তুলনায় প্রায় ১৬% কম।
গত ৪৮ ঘন্টায় আক্রান্তদের মধ্যে যথারিতি বরিশালের সংখ্যাটাই সর্বোচ্চ ৪২ জন। যারমধ্যে মহানগরীতেই আক্রান্ত প্রায় ২৫। ফলে বরিশালে মোট আক্রান্ত ৬ হাজার ৬৯২ জনের মধ্যে এ পর্যন্ত ১১৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ । এসময়ে বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল পটুয়াখালীতে, ১৮ জন। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ১৪১ জনে। মারা গেছেন ৫০ জন। ভোলাতেও গত দু দিনে ১৬ জন সহ মোট সংক্রমন ১ হাজার ৮৮৪ জনে উন্নীত হয়েছে। এ দ্বীপজেলায় করোনা সংক্রমনে এপর্যন্ত মারা গেছেন ২৪ জন।
ঝালকাঠীতেও গত ৪৮ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন। ছোট এ জেলায় এ পর্যন্ত ১ হাজার ২৮৪ জন আক্রান্তের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে গত দুদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩জন। জেলাটিতে মঙ্গলবাবে কোন সংক্রমন ছিলনা। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন । আক্রান্তের সংখ্যা ১ হজার ৫৯১। আর সাগরপাড়ের বরগুনাতে করোনা সংক্রমনের সংখ্যা আবার কিছুটা বেড়েছে। গত ৪৮ ঘন্টায় এ জেলাটিতে ১২ জন আক্রান্তের ফলে মোট ১ হাজার ২২৭ জনের সংক্রমনের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ জেলায় ইতোমধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে দক্ষিনাঞ্চলের বিভিন্ন হাসপতালে ৬৭ জন কোভিড-১৯ রোগী চিকিৎসাধীণ ছিলেন। যারমধ্যে ভোলাতেই ২১। বরিশালেই ১৭, পিরোজপুরে ১৫, পটুয়াখালী ও ঝালকাঠীতে ৬ জন করে এবং বরগুনাতে ২ জন চিকিৎসাধীন ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন