শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবিতে শিক্ষক ও চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের হাতাহাতি

সিন্ডিকেট সভা স্থগিত

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০৩ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী শিক্ষক ও চাকরি প্রত্যাশী ছাত্রলীগের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্ব নির্ধারিত সিন্ডিকেট সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুর্নীতি বিরোধী শিক্ষকদের বাধার মুখে সভাটি স্থগিত হয়। স্থগিতের বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।
অধ্যাপক আব্দুস সালাম বলেন, অনিবার্যকারণে আপাতত সিন্ডিকেট সভাটি স্থগিত আছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চাকরি প্রত্যাশী ছাত্রলীগ ও স্থানীয়রা সকাল ৮টা থেকে ভিসি বাসভবনের সামনে এসে অবস্থান নেন। পরে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতি বিরোধী শিক্ষক গ্রæপ। শিক্ষকরা ভিসির বাসভবনে সাক্ষাতের জন্য ঢুকতে চাইলে চাকরি প্রত্যাশীদের বাধার সম্মুখীন হন। পরে সেখানে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
দুর্নীতি বিরোধী শিক্ষকের একজন বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুন্নবী সামাদী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করার জন্য বাসভবনের প্রবেশ করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বাধার সম্মুখীন হই। তাদের মধ্যে একজন শিক্ষকদের গুলি করার হুমকি দেয়।
সূত্রে জানা গেছে, হুমকিদাতার নাম আকাশ, সে ক্যাম্পাস সংলগ্ন বুধপাড়ার বাসিন্দা। দুর্নীতি বিরোধী শিক্ষকদের আহবায়ক অধ্যাপক ড. সুলতান উল ইসলাম টিপু অভিযোগ করেন, সকালে শিক্ষকরা বাসভবনে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগ পরিচয় দেওয়া একজন বহিরাগত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গুলি করার হুমকি দেয় এবং বাকিরা ঢুকতে বাধা দেয়।
তিনি দাবি করেন এটি ভিসির প্ররোচনায় হয়েছে। যদি এখানে শিক্ষকরা কোনো দুর্ঘটনার শিকার হয় তাহলে সেই দায় ভিসির নিতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক বলে চান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান শিক্ষকদের অসযোগিতা করে চাকরি প্রত্যাশীদের সহযোগিতা করেছেন বলে অভিযোগ তার। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান অসহযোগিতার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন