শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সাকিবের অন্যরকম ঈদ

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরায় উৎসব মূখর পরিবেশ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আযহা পালিত হয়েছে। এবারের ঈদটি একটু অন্যরকমই কেটেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। স্ত্রী শিশির আগে ঈদ করলেও প্রথমবারেরমত কন্যা আলাইনা হাসান অব্রিকে নিয়ে বাবার বাড়িতে ঈদ করেছেন সাকিব। মাগুরা নোমানী ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠত হয়। বিশ্বসেরা ক্রিকেটার মাগুরার কৃতি সন্তান সাকিব সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে শহরের কেশব মোড়ে তার নিজ বাড়িতে পশু কোরবানী দেন। সাকিবের পিতা মাশরুর রেজা জনান, সাকিব এবার দুটি গরু ও ৪টি ছাগল কোরবানী দিয়েছেন। মাগুরা ক্রিকেট একাডেমীর পরিচালক সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কী জানান, সাকিব মাগুরা ক্রিকেট একাডেমীর প্রশিক্ষনার্থীদের ক্রিকেটের কলাকৌশল শেখাতে স্টেডিয়ামে যান কিছু সময়ের জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন