শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

গফরগাঁওয়ে পানির দরে চামড়া বিক্রি

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়নে এবার কোরবানির ঈদের গরু ছাগলের চামড়া পানির দরে বিক্রি হয়েছে। ফলে বিভিন্ন মাদরাসাসহ এতিমখানার ছাত্র/ছাত্রী, ফকির-মিসকিন, এলাকায় অসহায় দুঃস্থরা কোরবানির টাকা হতে বঞ্চিত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় শহরসহ বিভিন্ন ইউনিয়নে কোরবানির সংখ্যা বৃদ্ধি পেলেও অনেকেই চামড়ার সঠিক মূল্য না পাওয়ার ফলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফরিয়া ব্যবসায়ীগণ চড়া মূল্য দিয়ে চামড়া ক্রয় করলেও শেষ পর্যন্ত চরম লস দিয়ে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুল হাসান (রাসেল) জানান, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা নেই বলেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মো. ফয়জুল্লাহ জানান, গত ১০/১৫ বছরের মধ্যে চামড়ার মূল্য এত কম দামে বিক্রি হয়নি। ফলে দুঃস্থরা বঞ্চিত হয়েছে। তবে গত দু’বছরের তুলনায় এবার কোরবানি দেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন