শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পঞ্চগড়ে ছাত্রীদের নিয়ে দুরন্ত বাইসাইকেলের র‌্যালি

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়িয়ে ক্ষমতায়ন ত্বরান্বিত করতে পঞ্চগড়ে সম্প্রতি সাইকেল র‌্যালি করেছে দুরন্ত বাইসাইকেল। ‘তুমি এগিয়ে গেলে, এগিয়ে যাবে বাংলাদেশ’ѯেøাগানকে সামনে রেখে ৪ কিলোমিটারব্যাপী র‌্যালিতে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ ছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালিটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে ৪ সেপ্টেম্বর এ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে র‌্যালিতে আসা ওইসব ছাত্রী সমাজের পিছিয়ে পড়াদের নিয়ম ভেঙে দলবেঁধে বাইসাইকেলে চেপে নিয়মিত স্কুলে যাতায়াত করে। দুরন্ত বাইসাইকেলের বিপণন প্রধান চৌধুরী ফজলে আকবর জানান, শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করতে এই আয়োজন। ছাত্র-ছাত্রীদের দেহ ও মনকে সুস্থ-সবল রাখতে পরিবেশবান্ধব যান সাইকেল চালানোর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, চলতি বছরে দুরন্ত বাইসাইকেল বাংলাদেশের আরো কয়েকটি জেলায় এই ধরনের শোভাযাত্রার পৃষ্ঠপোষকতা করবে। এ সময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মÐল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা শংকর কুমার ঘোষ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শহিদুল আলম ও দুরন্ত বাইসাইকেলের সহকারী ব্র্যান্ড ম্যানেজার এএম রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে দুরন্ত বাইসাইকেলের পক্ষ থেকে ২০ জন ছাত্রীকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন