বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরবনে আগুন ৪ দিন পর নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ১৫ একর বন

বাগেরহাট থেকে এস এম সামছুর রহমান | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৯:০৫ পিএম

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন চতুর্থ দিন (বৃহস্পতিবার) বিকালে ৫টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন আবারো ধোয়ার কুন্ডলী পাকিয়ে জ্বলে উঠলে তা দ্রুত নেভাতে মাটি খুড়ে একটি জলাধার নির্মাণ করে সেখানে পানি ভর্তি করে রাখা হয়েছে। গত চারদিন ধরে আগুনে বনের ১৫ একর এলাকার গাছপালাসহ লতাগুল্ম পুড়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) গোলাম সরোয়ার এতথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, সোমবার সকাল ১১টায় দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ বন বিভাগ ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা চতুর্থ দিন (বৃহস্পতিবার) বিকালে ৫টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাই এই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আমাদের পর্যবেক্ষণে এই বনের প্রায় ১৫ একর জমির গাছপালাসহ লতাগুল্ম পুড়ে গেছে। আমরা ফায়ার লাইনের মধ্যে পুরো এলাকা পানি দিয়ে ভাসিয়ে দিয়েছি। তারপরও আগুন আবারো ধোয়ার কুন্ডলী পাকিয়ে জ্বলে উঠলে তা দ্রুত নেভাতে মাটি খুড়ে ১ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জলাধার নির্মাণ করে সেখানে পানি ভর্তি করে রাখা হয়েছে। বন বিভাগকে শুক্রবার দিনভর অগ্নিকান্ডের স্থানকে পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। এই কর্মকতা আরো জানান, দুর্গম বনের ভিতর হওয়াসহ পানির উৎস কয়েক কিলোমিটার বন ও ঝোঁপঝাড় পেরিয়ে পানির পাইপ টেনেও প্রয়োজনীয় পানি পাওয়া যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, চতুর্থ দিন বিকালে এসে শরণখোলা রেঞ্জ দাসের ভারনী এলাকার বনে নেভানো সম্ভব হয়েছে। তদন্তের পরই এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।

সোমবার (০৩ মে) দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (০৪ মে) বিকেল ৫টায় আগুন নিভে যায়। পরবর্তীকালে বুধবার (০৫ মে) সকালে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এদিকে সুন্দরবন বিভাগের তথ্যমতে, সুন্দরবনে ২০ বছরে ২৬ বার আগুন লেগে পুড়ে যায় প্রায় ৮৫ একর বনভূমি। ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আব্দুল্লাহর ছিলায় বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন