শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দক্ষিণাঞ্চলে ডায়রিয়ায় আরো একজনের মৃত্যু

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও গত ৪৮ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ১ হাজার ২০৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত তিন মাসে ১৭ জনের মৃত্যুর সাথে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৪১৭ জনে উন্নীত হল। যার মধ্যে গত এক মাসেই মারা গেছেন ১৬ জন। এ সময়ে ২৮ হাজার ৬১৫ জনের ডায়রিয়া আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

গত ১৫ দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পটুয়াখালী, ভোলা ও বরগুনার অবস্থা নাজুক। বরিশালের অবস্থাও আগের চেয়ে কিছুটা ভালো হলেও প্রতিদিনই সরকারি হাসপাতালে ১শ’র মত ডায়রিয়া রোগী আসছে। বরিশাল জেনারেল হাসপাতালে এখনো প্রতিদিন গড়ে ২৫ জনের বেশী ডায়রিয়া রোগী চিকিৎসাধীন থাকছে। অথচ ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র ৪টি। ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি জেলা সদরসহ উপজেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর স্রোত অব্যাহত রয়েছে।
গত ৪৮ ঘণ্টায় ভোলাতেই ৩৮৮ জন ডায়রিয়া রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। এসময়ে চরফ্যাশন উপজেলার আবুবকরপুরে ‘মিম’ নামে ৫ বছরের একটি শিশু মারা গেছে। এ নিয়ে ভোলাতে ডায়রিয়া আক্রান্ত দু’জনের মৃত্যু ছাড়াও ১২ হাজার ৫৬২ জন আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পটুয়াখালীতে গত ৪৮ ঘণ্টায় ২৬৮ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু ছাড়াও ১০ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের মতে, গত ৪৮ ঘণ্টায় পিরোজপুরে ২শ’ জন নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তবে সরকারি মতে জেলাটিতে কোন ডায়রিয়া রোগীর মৃত্যু না হলেও মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৫৭। এসময়ে বরগুনাতেও নতুন করে ১৮৫ জনের ডায়রিয়া আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে ইতোমধ্যে ৪ জন ডায়রিয়া রোগীর মৃত্যু ছাড়াও ৭ হাজার ৮১০ জন আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বরিশালে আরো ১৬৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪০ জনে। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। যার সবই বাকেরগঞ্জ উপজেলার। ঝালকাঠিতে আরো ৮১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫২৪ জন। তবে এ জেলায় কোন মৃত্যু সংবাদ না থাকলেও স্বাস্থ্য বিভাগের মতে ৪টি উপজেলাই ডায়রিয়া উপদ্রুত। এছাড়া বরিশালের ১০টির মধ্যে ৭টি, ভোলার ৭টির ৬টি, পটুয়াখালীর ৭টির মধ্যে ৫টি, পিরোজপুরে ৭টির মধ্যে ৬টি এবং বরগুনার ৫টি উপজেলার সবগুলোই ডায়রিয়া উপদ্রুত বলে জানা গেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ১ লাখ ব্যাগেরও বেশি আইভি স্যালাইন মজুদ রয়েছে। যার মধ্যে প্রায় ৬০ হাজার ব্যাগই ১ হাজার সিসি’র স্যালাইন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন