শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাগঞ্জে সড়কে ঝরল যুবকের প্রাণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১১:৫৯ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) রাত ৮ টায় উপজেলার গাবুয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পাবনা জেলার আমিনপুর উপজেলার মৃত সোরাহব সরদারের ছেলে। সে ৪ বছর যাবৎ মির্জাগঞ্জে ভাড়া থেকে স্বর্ণের দোকানে কাজ করতেন।

জানা যায়, সে চান্দুয়াখালী বাজার থেকে মোটরসাইকেলে করে সুবিদখালী রওয়ানা দেয়। এ সময় গাবুয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম মৃত ঘোষণা করে।

মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শাহ্-আলম বলেন,ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকাকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন