শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টানা রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১:৫৩ পিএম

টানা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে। সোমবার (১০ মে) রিমান্ড শেষে মামুনুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৯ এপ্রিল ভাঙচুরের মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর ২৬ এপ্রিল ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় চার দিন এবং মোদি বিরোধী সহিংসতার ঘটনায় মতিঝিল থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

৪ মে তৃতীয় দফায় পল্টন থানার পৃথক দুই মামলায় তার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Add
MD Abdullah ১০ মে, ২০২১, ৫:৫৭ পিএম says : 0
নাটক শেষ হইছে নাকি। মুক্তি চাই দিতে হবে।
Total Reply(0)
Add
উত্তরবঙ্গ মুসলিম বুদ্ধিজীবি মঞ্চ ১০ মে, ২০২১, ৫:৫৯ পিএম says : 0
প্রতিটা অত্যাচারিত শাসক চায়, ইসলামকে শেষ করে দিতে। কিন্তু ইসলাম আল্লাহর পক্ষ থেকে একটি মনোনীত ধর্ম। ইসলামের বাণী যারাই প্রচার করেছেন। জালিমের জুলুম থেকে তারা রেহাই পায়নি।
Total Reply(0)
Add
MD Toriqul Islam ১০ মে, ২০২১, ৫:৫৯ পিএম says : 0
আল্লাহ মহান বিচারক , আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন