শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত রুবেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০১ এএম

পীঠের ইনজুরিতে ভুগছেন পেসার রুবেল হোসেন। এই চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলা শঙ্কায় পড়েছে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গতকাল গণমাধ্যমে জানিয়েছেন, পুরোপুরি চোটমুক্ত হতে খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ৩১ পেরুনো এই ডানহাতি পেসারকে।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুবেলের। প্রায় এক যুগ ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলার প্রতিক্রিয়া হিসেবে পীঠের এক ধরণের সমস্যায় ভুগছেন তিনি। গতকাল সকালে বিমানবন্দরে শ্রীলঙ্কা দলের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গিয়ে এমন তথ্যই দেন ডা. দেবাশীষ, ‘রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে বল করছে, সেহেতু এ ধরণের বোলারদের পীঠে কিছু ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েক দফা স্ক্যান করানো হয়েছে, স্ক্যানে তার পীঠের নিচের দিকে কিছু সমস্যা দেখা গিয়েছে। যা দীর্ঘ মেয়াদি বোলিংয়ের প্রতিক্রিয়া হিসেবেই আমরা সাধারণত পেয়ে থাকি।’ টেস্ট দলের বাইরে থাকা পেসার বেশ কদিন ধরেই আছেন পুনর্বাসন প্রক্রিয়া, তা আরও কিছুদিন চলমান রাখার দরকার দেখছেন চিকিৎসক দেবাশীষ, ‘পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন রুবেলের জন্য। এই সমস্যাটা মাঝে মাঝে মাথাচাড়া দিবে, রুবেলকে একটা খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন রুবেল। তবে অনুশীলনের বদলে চোট সারাতে কাজ করা রুবেলকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে কিনা, তা এখন অনিশ্চিত। এখনি দলের বাইরে না গেলেও তার খেলা বেশ শঙ্কায়, ‘ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, বিবেচনার বিষয়টি শেষ মুহ‚র্তে নির্বাচকরা সিদ্ধান্ত নিবে। আমাদের কাছে যখন আপডেট জানতে চাইবে যে ওর আজকের অবস্থা কি আমরা সেটা জানাবো। এখনই তো বলার প্রয়োজন নেই যে সেই দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন আমাদের জিজ্ঞেস করবে সেদিন আমরা আপডেট জানাবো। এটা ততদিনে আরেকটু ভালো হবে।’

রুবেলের এই চোট সর্বশেষ নিউজিল্যান্ড সফরেই টের পাওয়া গিয়েছিল। এখন ব্যথা না থাকলেও ম্যাচ ফিটনেসের ব্যাপারে সিদ্ধান্তটা নিতে হবে রুবেলের নিজেকে, সেটিই জানিয়ে দিলেন দেবাশীষ, ‘নিউজিল্যান্ডে থাকা অবস্থাতেই ওর কিছুটা সমস্যা হচ্ছিল এবং এই মুহ‚র্তে ওর কিন্তু ক্লিনিকালি কোনো ব্যথা নেই। এটা ওর নিজেকে কল দিতে হবে, ম্যাচ ফিটনেসের ব্যাপারটা ওর নিজের বুঝতে হবে। আমরা পরীক্ষা করে আসলে এই মুহ‚র্তে কোনো ব্যথা পাচ্ছিনা। ওর আত্মবিশ্বাস কিংবা ভেতরের অনুভ‚তিকেও গুরুত্ব দিতে হবে। এগুলো সব মিলিয়ে আমরা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নিচ্ছি। শেষ মুহ‚র্তে আমাদের নির্বাচকরা জিজ্ঞেস করলে আপডেট দিব।’
আগামী ২৩, ২৫ ও ২৮ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন