বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মোবাইল অপারেটরদের আয় বাড়াতে টেক মাহিন্দ্রার ডেটা রেভিনিউ বুস্টার

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে গুগলের মোবাইল ডেটা প্ল্যান এপিআইর সঙ্গে একীভ‚ত হয়ে ‘ডেটা রেভিনিউ বুস্টার’ (ডিআরবি) সল্যুশন নিয়ে এলো টেক মাহিন্দ্রা। এ ডিআরবি সল্যুশন গ্রাহকদের নতুন নতুন উদ্ভাবনী সেবা প্রদানের মাধ্যমে মোবাইল অপারেটরদের বাড়তি আয়ের সুযোগ করে দেবে। ডিআরবি সল্যুশন নেটওয়ার্ক অপারেটর ও কন্টেন্ট সার্ভিস প্রদানকারীর মধ্যকার দূরত্ব কমিয়ে অপারেশন সাপোর্ট সিস্টেম (ওএসএস) ও বিজনেস সাপোর্ট সিস্টেম (বিএসএস)-এর মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। ফলে মোবাইল অপারেটররা সারাবিশ্বে ছড়িয়ে থাকা কনটেন্ট ও অ্যাপ্লিকেশন প্রোভাইডারদের সঙ্গে সহজেই কার্যক্রম চালাতে পারবে। এ সম্পর্কে টেক মাহিন্দ্রার টেকনিক্যাল ফেলো শৈলেশ পাটওয়ারধান বলেন, পুরো শিল্প ডিজিটালি পরিবর্তনের ফলে যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (সিএসপি) এবং ডিজিটাল কনটেন্ট যোগানদাতাদের মধ্যে সম্পর্কের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। পরবর্তীতে এ সম্পর্কের গুরুত্ব অনুধাবন করেই টেক মাহিন্দ্রা সিএসপি প্রতিষ্ঠানের জন্য ডেটা রেভিনিউ বুস্টার নিয়ে এসেছে। মাহিন্দ্রা কমভিভার এমবাস স্যুট এর ওপর ভিত্তি করে তৈরি করা ডিআরবি সল্যুশন অ্যাপসকে আরো কাস্টমাইজ করে রিয়েল-টাইম ভিউয়ের অভিজ্ঞতা দেবে, যেমন ইউটিউবকে দর্শকরা উপভোগ করতে পারবেন আরো নান্দনিকভাবে। আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও দেখার সাইট ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজার জেসিকা জু বলেন, ‘মাহিন্দ্রা কমভিভা ও টেক মাহিন্দ্রার তৈরি করা ডাটা রেভিনিউ বুস্টার প্লাটফর্ম এমন একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করছে, যা ডিজিটাল কনটেন্ট প্রোভাইডার ও অপারেটরদের জটিলতা কমিয়ে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন