ঋণ বিতরণ, আদায় এবং ব্যবসা সংক্রান্ত কোন কাজে অনিয়ম পাওয়া গেলে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী কাউকেই ছাড় দেয়া হবে না। গতকাল রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও কর্মপরিকল্পনা নিধারণকল্পে ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান এসব কথা বলেন। রূপালী ব্যাংকের সিইও বলেন, ঋণ বিতরণের ক্ষেত্রে শহরমুখিতা পরিহার করতে হবে। শহরের বিকল্প হিসেবে থানা, ইউনিয়ন এমনকি গ্রাম-গঞ্জে ঋণ বিতরণ করা হবে। এ ক্ষেত্রে বৃহৎ ঋণ বিতরণ না করে এসএমইসহ ক্যাশ ক্রেডিট (সিসি) ঋণ বিতরণে ব্যাপক উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আমি রূপালী ব্যাংকে একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আর এ চ্যালেঞ্জ বাস্তবায়নে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রংপুর শহরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মো. কাইসুল হক। এছাড়া সম্মেলনে রংপুর বিভাগের ব্যাংকের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন