শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আফগানিস্তান সিরিজেও বাড়তি নিরাপত্তা! সব ক’টি ওয়ানডে ম্যাচ ডে-নাইট

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ ডে-নাইট হবে বলে ঠিক করেছে বিসিবি। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়। সম্প্রচার স্বত্বের বাণিজ্যিক চাহিদাকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিট ছাপা হয়ে গেলেও টিকিট বিক্রির স্বত্ব এখনো ঠিক না হওয়ায় অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিতে অপেক্ষায় থাকতে হচ্ছে বিসিবিকে। এ তথ্যই দিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ‘ইতোমধ্যেই টিকিটের ডিজাইন সম্পূর্ণ। সব তৈরি এমনকি ছাপাও হয়ে গেছে। গত জুনে টিকিট রাইটসের স্পন্সরের মেয়াদ শেষ হয়ে গেছে তাই আমরা এগুলোর টেন্ডার করেছিলাম, তা চ’ড়ান্ত হয়ে গেছে। নতুন কোনও কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পসর খোঁজার জন্য। যেহেতু টিকিটের জন্য একজন স্পন্সর দরকার, এই স্পন্সরের জন্য আমরা অপেক্ষা করছি। আজ-কালকের মধ্যেই টিকিট ছেড়ে দিতে পারবো।’
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজেন রেস্টুরেন্টে সশস্ত্র জঙ্গি হামলায় ১৮ বিদেশীসহ ২০ জন নিহত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে বিসিবি। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের জন্য যে ধরনের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে বিসিবি, তার মহড়াই হয়ে যাবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এমনটাই জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যানÑ‘অবশ্যই আমরা তাদেরকে ইংল্যান্ডের মতোই নিরাপত্তা দেবো। লেভেলটা ওইভাবে না থাকলেও ভিভিআইপি যে লেভেলের নিরাপত্তা পায় আমরা সে ধরণের নিরাপত্তার ব্যবস্থা নেবো।’
স্টেডিয়ামে প্রবেশপথের আগেই দর্শকদের নিরাপত্তা তল্লাশী করা হবে বলে জানিয়েছেন তিনিÑ‘আগে প্রধান ফটকে ঢোকার পর দর্শকদের দেহ তল্লাশী করা হতো; এবার সেটা আরও অনেক আগে থেকেই হবে। শারীরিক চেকটা স্টেডিয়ামের প্যারামিটারের বেশ কিছু আগে থেকেই করা হবে। বিশেষ করে যারা ব্যাগ ও অন্য কিছু আনবে। এই প্রি- চেক মূল ফটকের অনেক আগে থেকেই হয়ে যাবে। ফিজিক্যাল চেকটা স্টেডিয়ামের প্যারামিটারের বেশ কিছু আগে থেকেই করা হবে। বিশেষ করে যারা ব্যাগ আনবে, এমনকি সঙ্গে যদি অন্য কিছুও আনে। আমরা সম্পূর্ণ প্রস্তুত। এখানে ফুল প্রুফ নিরাপত্তা থাকবে। এই ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না। যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছে সেভাবেই কাজ করা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন