মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খেলাধুলা

২৪ সদস্যের আর্জেন্টিনা দল

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোলরক্ষক : সার্জিও রোমেরো (ম্যান ইউ), নাহুয়েল গুজমান (তিগ্রেস)।
ডিফেন্ডার : ফাকুন্দো রোনকাগলিয়া (সেল্টা ভিগো), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), রামির ফিউনেস মোরি (এভারটন), মার্কোস রোহো (ম্যান ইউ), মার্টিন ডেমিচেলিস (এসপানিওল), পাবলো জাবালেতা (ম্যান সিটি), গ্যাব্রিয়েল মেরকাদো (সেভিয়া), নিকোলাস ওটামেন্ডি (ম্যান সিটি)।
মিডফিল্ডার : মাতিয়াস ক্রানেভিতার (সেভিয়া), হাভিয়ের মাচেরানো (বার্সেলোনা), লুকাস বিলিয়া (লাৎসিও), অগাস্তো ফার্নান্দেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), এভার বানেগা (ইন্টার মিলান), এরিক লামেলা (টটেনহ্যাম), নিকোলাস গাইতান (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি)।
ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), অ্যাঙ্গেল কোরিয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), পাউলো দিবালা (জুভেন্টাস), লুকাস প্রাতো (অ্যাটলেটিকো মিনেইরো)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন