শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফিলিস্তিনে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে ফুসে উঠে রাজপথ বিভিন্ন ইসলামী দলের বিক্ষোভ পদযাত্রা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৫:১৮ পিএম | আপডেট : ৯:০৬ পিএম, ২১ মে, ২০২১

বিশ্ব সন্ত্রাসী ইসরাইল নিপাত যাক! ইঙ্গ-মার্কিন দালালেরা হুঁশিয়ার সাবধান। ইসরাইলের চামড়া তুলে নিব আমরা। বিক্ষোভ মিছিলে মুহূমুহূ শ্লোগানে বিক্ষুব্ধ জনতা এসব কথা বলেন। আজ বাদ জুমা ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ফুসে উঠে রাজপথ। বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশ ও ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস অভিমুখে পদযাত্রায় নেতৃবৃন্দ বলেন, হামাস-ইসরাইল যুদ্ধবিরতি সমাধান নয়; ইসরাইলকে গণহত্যার শাস্তি পেতেই হবে।

রক্তাক্ত ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় বিশ্ব মানবতা থমকে দাঁড়িয়েছে। বিশ্ববাসীর ঘৃণা প্রতিবাদে কোনোভাবেই দমছে না সন্ত্রাসী ইসরাইল। করোনা মহামারির মাঝে ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলায় মেতে উঠছে সন্ত্রাসী ইসরাইল। তারা বলেন, ইসরাইলি বর্বরোচিত হামলায় জাতিসঙ্ঘসহ মানবতাবাদী সংগঠনগুলো নীরব ভূমিকায় বিশ্ব শান্তিকামী মানুষ হতবাক। আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিস, আওয়ামী ওলামা লীগ, ইউনাইটেড মুসলিম উম্মাহ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর উদ্যোগে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান উপলক্ষে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এছাড়া ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরা মিরপুর ১ নম্বরে খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন