ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল যুবদলের নেতা কর্মীরা অংশ গ্রহন করে। মাগুরা শহরের ভায়না মোড়ে বিক্ষোভ মিছিল বের করে এ হত্যাকান্ডের তীব্র নিন্দা করে সরকারের পদত্যাগ চেয়ে বিভিন্ন শ্লোগান দেয়। ছাত্রদলের জেলা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্প্দক আবু তাহের সবুজ, স্বেচ্ছাসেবক দলের হাসানুর রহমান হাসু জেলা যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা অংশ নেয়। নেতাকর্মীরা হত্যার সংগে জড়িতদের বিচার দাবি করে শ্লোগান দেয়।
মন্তব্য করুন