শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নান্দাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ৪:৫৯ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলা বি.এন.পির ভারপ্রাপ্ত সভাপতি জননেতা নাসের খান চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎতের ভয়াবহ লোডশেডিং , গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা শহীদ রহিম এর হত্যার প্রতিবাদে নান্দাইল উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপজেলার কানুরামপুর বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভা থেকে সোমবার হাজার হাজার নেতাকর্মীরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীবৃন্দ। মিছিল পূর্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বি.এন.পির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এনামুল কাদির প্রমুখ নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন