শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আমতলীতে যুব লীগ ও শ্রমিক লীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ২:৩১ পিএম

বরগুনার আমতলী উপজেলার শারিকখালী গ্রামে শুক্রবার রাতে উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাসান মৃধাকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

ঘটনার পরে রাত ৯ টার দিকে গ্রামবাসী দুজনকে উদ্বার করে আমতলি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

আজাদের দুই হাতের বাহু, কবজিসহ দুই পায়ের রগ এবং হাসান মৃধার হাতের বাহু ও কবজিসহ রগ কেটে গেছে। রাতেই আমতলি স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রথমে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে শুক্রবার রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব না হলেও হামলার কারণ এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ+দুলাল+মিয়া ২২ মে, ২০২১, ৪:৪১ পিএম says : 0
সংসদীয় পদ্ধতি যতদিন পর্যন্ত থাকবে ততদিন অত্যাচার অবিচার হত্যা ঘুম খুন হবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন