শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৬:১৯ পিএম

অন্যায় ভাবে শ্রমিক ছাঁটাই, শ্রম আইন অনুসরণ না করা ও মারধরের প্রতিবাদে গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ করে।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, রাজেন্দ্রপুর বি কে বাড়ি এলাকার হরাইজন গ্রুপের ওই কারখানায় কাজ করতে যান তারা। এসময় কারখানা কর্তৃপক্ষ অন্তত ৫০জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে কারখানা ফটকে আটকে দেয়। এর প্রতিবাদ করতে গেলে কারখানার নিরাপত্তা কর্মী ও কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকজনকে শারীরিকভাবে মারধর করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা কর্তৃপক্ষ ছাঁটাইকৃত শ্রমিকদের জোরপূর্বক রিজাইন লেটারে স্বাক্ষর নিয়ে তাদের পাওনাদি পরবর্তী সময়ে দেওয়া হবে বলে শ্রমিকদের জানিয়ে দেন। শ্রমিকদের দাবি, শ্রম আইন না মেনে অন্যায়ভাবে অর্ধশত শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন