শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় সিলেটে প্রাণ গেছে আরোও ৪ জনের : সনাক্ত ৪৮, সুস্থ হয়েছেন ৫২ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ৩:৪৪ পিএম

মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৪ জন সিলেট বিভাগে। আর ২৪ ঘন্টায় করোনা সনাক্ত হয়েছে আরো ৪৮ জনের। এরমধ্যে সিলেটেই ৩০ জনই। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ৫২ জন। আজ রবিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হন ৪৮ জন। এর মধ্যে সিলেট ৩০ জন, হবিগঞ্জের ২ জন, সুনামগঞ্জের ৪ জন ও আরও ১৩ জনের করোনা সনাক্ত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে। নতুন এই ৪৮ জন সহ করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৫৯ জন এখন সিলেট বিভাগে। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৮২ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৬৩ জন ও ২ হাজার ৪১০ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২ জন। এরমধ্যে সিলেটের ৪৭ জন, সুনামগঞ্জের ৪ জন ও আরও ১ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা এখন ২০ হাজার ৭১১ জন। এর মধ্যে সিলেট ১৩ হাজার ৭২৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও ২ হাজার ২৭৭ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় ২১ জন করোনা আক্রান্ত রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবিমিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০২ জন রয়েছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট ১৯৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৪ জন, আরও ২ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৪ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯২ জনে। এরমধ্যে সিলেট ৩১৬ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন ও ২৯ জন রয়েছেন মৌলভীবাজারের।

 

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন