শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইংল্যান্ড, স্পেনের পর রোনালদোর ইতালিজয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০০ এএম

বয়স ৩৬। অথচ এই বয়সেও দুর্দান্ত ক্রিস্টিয়ানো রোনালদো। ইংল্যান্ড ও স্পেনের পর এবার ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন পর্তুগালের এই ফরোয়ার্ড। ইতালিয়ান লিগে জুভেন্টাস এবার শিরোপা জিততে পারেনি, হয়েছে চতুর্থ। কিন্তু তাতে কী? রোনালদো নিজের কাজটা ঠিকই করেছেন। ২৯ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর এতেই বিশ্ব ফুটবলে শীর্ষ তিন লিগে প্রথম কোনও ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম উঠে গেছে রোনালদোর। প্রথম মৌসুমে কিছুটা পিছিয়ে থাকলেও সব মিলিয়ে সিরি ‘আ’তে ৯৭ ম্যাচে ৮১ গোল করেছেন রোনালদো। তিন মৌসুমে ১৩৩ ম্যাচে তার ঝুলিতে ১০১ গোল। ২০১৯ ও ২০২০ সালে ইতালির সেরা ফুটবলারের সম্মানও পেয়েছেন। এর আগে ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করে প্রথমবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। যা তাকে প্রথম ব্যালন ডি’অর পেতে সহায়তা করে। ম্যানইউ ছাড়ার আগে ২৯২ ম্যাচে ১১৮ গোল ছিল তার ঝুলিতে। এর পর রিয়াল মাদ্রিদে গিয়ে তিনবার পিচিচি ট্রফিও জিতেছেন। সেখানেও হয়েছেন সেরা খেলোয়াড়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন