শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ২১, মৃত্যু ১

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১১:০৭ এএম

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ০১ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। পিসিআর ল্যাবে ২৪ মে মোট ২৬১টি (কুষ্টিয়া জেলার ১৭৬টি, ঝিনাইদহ জেলার ২৬টি, মেহেরপুর জেলার ১১টি, চুয়াডাঙ্গা জেলার ৩৪টি, ঝিনাইদহ জেলার ৬৯টিএবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১৪ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ২১টি কোভিড-১৯ র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ২১টি, চুয়াডাঙ্গা জেলার ০৪টি, ঝিনাইদহ জেলার ০৬টি এবং মেহেরপুর জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।

কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ২১ জন ব্যক্তির মধ্যে ১৫ জন সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার, ০১ জন ভেড়ামারা উপজেলার এবং ০২ জন মিরপুর উপজেলার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৮২৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪৫৮১ জন এবং মৃত্যবরণ করেছেন ১১০জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন