শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাভারে কোটি টাকার হিরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০২ পিএম

ঢাকার সাভারে কোটি টাকার হিরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার সকালে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এরআগে সোমবার দুপুরে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।
গ্রেপ্তারদ্বয় হচ্ছে বি-বাড়ীয়া জেলার মোঃ ইসমাইল হোসেন ওরফে বাবুল (৫১) ও মোঃ কাওছার আহমেদ ওরফে জয় (১৯)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক কোটি টাকা মূল্যমানের এক কেজি হিরোইন, মাদক বিক্রির ৩৩ হাজার ৩৩০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রো বাস জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন