শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে ২৪ ঘন্টায় ১৩৬ জনের করোনা শনাক্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১১:১৩ এএম

রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৮৩ জন। বুধবার পরীক্ষার পর রাতে ফলাফল প্রকাশ করা হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে ৩৫২ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জন ও নওগাঁর ৯২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বিদেশগামী ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের পজেটিভ এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন