শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ২২জন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০৩ পিএম

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২৬ মে মোট ২৫৩টি (কুষ্টিয়া জেলার ১৬৩টি, ঝিনাইদহ জেলার ২৫টি, মেহেরপুর জেলার ১১টি, চুয়াডাঙ্গা জেলার ২৯টি, ঝিনাইদহ জেলার ৩৮টিএবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১২টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ২২টি, চুয়াডাঙ্গা জেলার ০৬টি এবং ঝিনাইদহ জেলার ০৮টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।

কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ২২ জন ব্যক্তির মধ্যে ১৭ জন সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার, ০৩ জন ভেড়ামারা উপজেলার এবং ০১ জন মিরপুর উপজেলার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৮৬৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪৬০২জন এবং মৃত্যবরণ করেছেন ১১০জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন