শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ২

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১:১২ পিএম

টাঙ্গাইলে দিন দিন করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ জন। এদের মধ্যে একজন বাড়ি দেলদুয়ার এবং অপর আরেকজনের বাড়ী কালিহাতী উপজেলায়।

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৭ জন, মির্জাপুরে ৩ জন, বাসাইলে ১ জন, কালিহাতীতে ৪ জন, গোপালপুরে ১ জন নিয়ে মোট ১৬ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো চার হাজার ৯৭৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ১৩৮ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৮০ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে টাঙ্গাইল করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বমোট ভর্তি হয় ২৮০ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ২০০ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয় ৫৯ জন। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৬ জন ও আইসিইউ ইউনিটে ৬জন নিয়ে মোট ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন