গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে জেলার কালাই উপজেলার পুনট থেকে ২ লক্ষ টাকার জাল নোটসহ ৪ ব্যক্তিকে আটক করেছে র্যাব।
র্যাবের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে জেলার কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরের সামনে অভিযান চালিয়ে ২ লাখ টাকার জাল নোট ক্রয়-বিক্রয়ের সময় ৪ জনকে হাতেনাতে আটক করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো নাটোর জেলার সিংড়া উপজেলার তালহারা গ্রামের মোসলেম উদ্দিন আকন্দের ছেলে মানিক আকন্দ (৩৬), নজরুল ইসলাম ওরফে মিজু মিয়া প্রামানিক এর ছেলে আব্দুর শুকুর আলী প্রামানিক (৩৪), আবুল কাশেম মৃধার ছেলে নায়েব আলী মৃধা ওরফে লায়েব (৩৪) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আবু মুছা ফকিরের ছেলে জাকারিয়া ফকির (৩০)।
আসামীদের বিরুদ্ধে জয়পুরহাটের কালাই থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়র করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন