চট্টগ্রামের মীরসরাই জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া থেকে এক লাখ ৫৬ হাজার ৭০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরীর সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ মীর হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে নিজ হেফাজতে থাকা একটি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, একটি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মীর হোসেন জানায় দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বাংলাদেশী জালনোট তৈরি করছে এবং উক্ত জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন