শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে আরও ১৫ জন আক্রান্ত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৫:৪৯ পিএম

গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ১৩ হাজার ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ যাবৎ মোট ২শ’ ১৭ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বেসরকারী ভাবে আরো বেশী।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৭ মে) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
২৬ মে থেকে ২৭ মে সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে এনসিসি এলাকায় ৭ জন, সদরে ৫জন, সোনারগাঁয়ে ২ জন, আড়াইহাজারে ১ জন, বন্দরে ১ জন, রূপগঞ্জে ৬ জন আক্রান্ত হয়েছে। তবে নতুন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এনসিসি এলাকায় মারা গেছেন ১শ’ ১১জন ও আক্রান্ত ৫ হাজার ৭২ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত ২ হাজার ৭৪৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮৬৪ ও মারা গেছেন ৯ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৯২ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২৫৩ জন ও মারা গেছেন ৩৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন