শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৮:৩৮ পিএম

র‍্যাবে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদেরকে ফের পুলিশে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদরদফতরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

আদেশটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তাদেরকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

আদেশে বেনজীর আহমেদ বলেন, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেওয়া হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন