নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২ ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ২৪ জন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিভিন্ন পত্রিকায় অনিয়মের সংবাদ প্রকাশিত হওয়ায় গত রোববার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনুর আলম উপজেলা হতদরিদ্রদের ডিলার নিয়োগ কমিটির সভায় সিদ্ধান্তক্রমে লাইসেন্স বাতিল ঘোষণা করেন। জানা যায়, সপ্তাহের শুক্র, শনি ও মঙ্গলবার খাদ্য সরবরাহকারীদের দোকানগুলোতে ব্যানার টানিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করার নিয়ম ধার্য করা রয়েছে। কিন্তু শুরুতেই এ কার্যক্রম নিয়ে নানা অনিয়মের তথ্য পাওয়া যায়। এসব অভিযোগ পেয়ে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তামিম আল ইয়ামীন চাল বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় দেখতে পান দোকান বন্ধসহ অনেক ডিলারদের চাল বিতরণের সময় বরাদ্ধের চেয়ে কম দেয়া ও কার্ড ছাড়াও চাল বিক্রি করা হচ্ছে। এতে তিনি খাদ্য সরবরাহকারীদের অস্বচ্ছতা ও অদক্ষতা দেখতে পান। এ নিয়ে ন্যায্য মূল্যে চাল বিক্রির উপজেলা কমিটির জরুরি সভা বসে। ওই সভায় ২৪ জন খাদ্য সরবরাহকারীর (ডিলারের) অনুমতি বাতিল ও ২০১৬ সালের নীতিমালা অনুয়ায়ী প্রতি ৫শ’ জন লোকের জন্যে স্বচ্ছতার ভিত্তিতে দক্ষ ও অভিজ্ঞদের খাদ্য সরবরাহকারী (ডিলার) হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শাহনুর আলম ডিলার বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ২৬ হাজার উপকারভোগীর কার্ড পুনঃ পরীক্ষা-নিরীক্ষা করা হবে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন