শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ডিপিএলের পর বিপিএল আয়োজনের ভাবনা বিসিবির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০৪ এএম

করোনা মহামারির কারণে ক্রিকেটের সূচিতে বেশ পরিবর্তন এসেছে। বাতিল আর স্থগিত হয়ে গেছে অনেক টুর্নামেন্ট আর সিরিজ। বাদ পড়ার তালিকায় নাম উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া টুর্নামেন্টের যে খসড়া তালিকা প্রকাশ করেছে, সেখানে বিপিএলের জন্য সময় নির্ধারণ করা আছে।
সব ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসে হবে বিপিএলের এবারের আসর। কিন্তু এই ‘সব’ ঠিক রাখাটাই বড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জে সবচেয়ে বেশি ভোগাচ্ছে-সুরক্ষা বলয়। বিপিএল হলে তাতে বিদেশি ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। যেখানে করোনাভাইরাসের কারণে আইপিএলের মতো আসর স্থগিত হয়ে গেল, সেখানে বিপিএল আয়োজন নিয়ে কী ভাবনা বোর্ডের? বিসিবি অবশ্য আশাবাদী।
বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অভিজ্ঞতা কাজে লাগবে বিপিএল আয়োজনে। গতকাল মিরপুরে গণমাধ্যমকর্মীদের জালাল ইউনুস জানান, ‘অবশ্যই বড় সুযোগ। যদি এগুলো ভালোভাবে আয়োজন করতে পারি, এই মহামারি পরিস্থিতিতে এত বড় দলের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে পারি, অবশ্যই উৎসাহ তো পাবেই (বিপিএল)।’
আগামী ৩১ মে থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াবে ঢাকা লিগের এবারের আসর। ১২টি দলের সুরক্ষা বলয় তৈরিতে বেশ সাবধানি বিসিবি। গতবছর বিপিএল হয়নি বটে, তবে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে পাঁচ দলের একটি টুর্নামেন্ট আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। সেই অভিজ্ঞতাও কাজে আসবে বলে জানালেন জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আরও গুরুত্বপূর্ণ খেলা আছে, প্রথম শ্রেণির খেলা আছে, বিসিএল, বিপিএল আছে। এখানে যদি ভালোভাবে সুরক্ষা বলয় করতে পারি, এর আগে তো করেছি আমরা, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ করেছি। আমাদের কিছু অভিজ্ঞতা তো আছেই। এর মধ্যে একটা দলও তৈরি হয়েছে তারা জানে এটা কীভাবে করতে হয়। অবশ্যই বড় চ্যালেঞ্জ।’
জালাল ইউনুস বলেন, ‘যদি জানুয়ারিতে বিপিএল করি...। বর্তমানে ভারতীয় ভ্যারিয়েন্টটা যদি ছড়িয়ে যায়, জুনের ১৫ তারিখ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময়। এর মধ্যে যদি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারি আর

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন