রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় আরো ২জনের মৃত্যু : সনাক্ত ৫০ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ৪:০৭ পিএম

করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে সিলেটে। একইসাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন আরো ৫০ জন। এরমধ্যে ২৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৭ জন। আজ রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট ২৭ জন, সুনামগঞ্জের ৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সনাক্ত হয় আরও ১৭ জনের। নতুন এই ৫০ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫১১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৫১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৫ জন ও ২ হাজার ৪৭৬ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। এরা সবাই সিলেটের বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৮২ জন। এর মধ্যে সিলেট ১৪ হাজার ০৫৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১ জন ও ২ হাজার ৩৩০ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেট হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে ২৪০ জন চিকিৎসাধীন রয়েছেন বিভাগের বিভিন্ন হাসপাতালে। এরমধ্যে সিলেট ২২৩ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৭ জন, আরও ৫ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এরা সিলেটের বাসিন্দা। এ পর্যন্তবিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৫ জনে। এরমধ্যে সিলেট ৩২৭ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও ৩০ জন রয়েছেন মৌলভীবাজারের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন