শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভুটানে আফ্রিকান সোয়াইন ফিভার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ১২:০৩ এএম

ভুটানে ছড়িয়ে পড়েছে আফ্রিকান ‘সোয়াইন ফিভার’। দেশটিতে শূকরের দেহে এ ভাইরাসের জীবাণু ধরা পড়েছে। এই ভাইরাস শূকরের দেহ থেকে দ্রæতই মানুষের শরীরেও ছড়িয়ে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৮ মে ভুটানের পক্ষ থেকে ভারতকে এ বিষয়ে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। চিঠিতে ভুটানের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, ভারত-ভুটান সীমান্তের আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকায় আফ্রিকান সোয়াইন ফিভার ছড়িয়ে পড়েছে। ওই এলাকার ভুটান অংশে বেশ কয়েকটি খামারে ব্যাপকভাবে শূকর সোয়াইন ফিভারে আক্রান্ত হয়েছে। সীমান্তের ওই এলাকায় ভারতকেও টিকা দেয়াসহ সতর্কতাম‚লক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবগত করে ভুটান। এদিকে, সোয়াইন ফিভার ছড়িয়ে পড়ায় ভুটানের বেশ কয়েকটি এলাকায় শুকরের গোশত বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। আলিপুরদুয়ারের ভুটানঘেঁষা বিভিন্ন এলাকায়ও শূকর জবাই ও গোশত বিক্রি বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর স‚ত্র জানায়, ভুটানের চিঠি পাওয়ার পর সীমান্তের শূকরের খামারগুলো চিহ্নিত করে সোয়াইন ফিভার প্রতিষেধক টিকা দেয়া হচ্ছে। রাজ্য সরকার ও প্রাণিসম্পদ দফতর বিষয়টি তদারকি করছে। আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা গিরীশ চন্দ্র বেরা বলেন, ‘আমরা সতর্কতাম‚লক ব্যবস্থা নিয়েছি। শূকরের খামারগুলো চিহ্নিত করে টিকাকরণ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ভারতের অংশ কোনো শূকরের শরীরে আফ্রিকান সোয়াইন ফিভারের জীবাণু পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘এই ফিভার শূকর থেকে মানুষের মধ্যেও দ্রæত ছড়িয়ে পড়তে পারে। টিওআই, এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন