শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজার সোমবার ৮৪ জন করোনা রোগী শনাক্ত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ৭:৩৩ এএম

সোমবার (৩১ মে) কক্সবাজার মোডকেল কলেজের ল্যাবে ৬৫৫ জনের নমুনা টেস্ট করে ৮৪ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫৭১ জনের নমুনা টেস্ট রিপোর্ট 'নেগেটিভ' আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার শনাক্ত হওয়া ৮৪ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর।

নতুন শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে বান্দরবান জেলার রোগী ১ জন। অবশিষ্ট ৭৯ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২৪ জন রোহিঙ্গা শরনার্থী।

এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, রামু উপজেলায় ৮ উখিয়া উজলায় ১৮ জন, টেকনাফ উপজেলার ১২ জন, , চকরিয়া উপজেলার ৩ জন, পেকুয়া উপজেলায় ১ জন এবং মহেশখালী উপজেলার ২ জন রোগী রয়েছে।

এনিয়ে, ৩১ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ১০ হাজার ৩৫০ জন।

এরমধ্যে, গত ৩০ মে পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১১২ জন। তারমধ্যে, ১৭ জন রোহিঙ্গা শরনার্থী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন