ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত এ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
রোববার বিকেলে এমিরেটস এয়ারলাইন্স তাদের ভ্রমণ সংক্রান্ত হালনাগাদ তথ্য সম্পর্কে জানিয়েছে, আমিরাত ২০২১ সালের ২৪ এপ্রিল ভারত থেকে আগত সকল যাত্রীবাহী বিমানের ফ্লাইট তাদের দেশে নিষিদ্ধ করেছে।
এ নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। যে সকল যাত্রী গত ১৪ দিনের মধ্যে ভারত ঘুরে এসেছেন তাদের জন্য অন্য কোনো স্থান থেকেও আমিরাত ভ্রমণের সুযোগ দেয়া হবে না।
এমিরেটস এর আগে ঘোষণা করেছে, ভারত থেকে আগত বিমানের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন