শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামুর গহীন অরন্য থেকে অপহৃত দুই কৃষককে উদ্ধার করল উপজেলা প্রশাসন

রামু (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ৭:৩৫ এএম

রামুর গহীন অরন্য থেকে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

বৃহষ্পতিবার (৩ জুন) রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমার নেতৃত্বে পুলিশ-বন কর্মী টানা ৫ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দুর্বৃত্তদের হাতে অপহৃত দুই কৃষককে।

জানা গেছে, আধুনিক প্রযুক্তি ড্রোনের মাধ্যেমে সন্ত্রাসীদের অবস্থান নির্ণয় করে অপহৃতদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুজন হলেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রহমান কালা সোনা (৪৫) ও মোহাম্মদ আরিফ (২১)।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় তারা জোয়ারিয়ানালা ইউনিযনের ব্যঙডেবা বদুখলা নামক স্থানে পানের বরজ ও গরু পাহারা দিতে গেলে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়।

রামুর ইউএনও প্রণয় চাকমা অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করেন এবং দীর্ঘ ৫ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আধুনিক প্রযুক্তি ড্রোণ ব্যবহার করে কালিরছড়া নামক স্থান থেকে
তাদের উদ্বার করতে সক্ষম হয়।

এ প্রসঙ্গে রামুর ইউএনও প্রনয় চাকমা বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত অভিযান শুরু করি। সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত উদ্ধার অভিযান সফল হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন