শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে গহীন অরণ্য থেকে ২ অপহৃত উদ্ধার

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১০:২৬ পিএম

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলর্খালী চৌকিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্বৃত্তদের হাত থেকে ০২ অপহৃতকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

টেকনাফ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতেজানানো হয়, রোববার ( ২৯- জানুয়ারি) দুপুর ২ টার দিকে স্থানীয় দুই যুবক গহীন পাহাড়ে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গেলে, পাহাড়ে ওৎ পেতে থাকা অস্ত্রধারী মুখোশপরা অপহরনকারী কতৃ়ক অপহৃত হয়। অপহরণের শিকার যুবকদ্বয় স্থানীয় নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ(২৫) ও আলী আকবরের ছেলে হাফিজ(২০) বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অপহরণের সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। জরুরী ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনার এক পর্যায়ে অস্ত্রধারী অপহরনকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরন্যের মাঝে আত্মগোপন করে।

জেলা পুলিশের সদস্যগন অপহৃত দুজনকে হাত বাঁধা অবস্থায় দ্রুত উদ্ধার করিয়া দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন ও অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করেন। এই রুদ্ধশ্বাস অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম- বার।

অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জড়িত অপহরনকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন