শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

আখাউড়া স্থলবন্দর দিয়ে রড গেল আগরতলায়

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : রড জাতীয় পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল আগরতলায়। গতকাল (সোমবার) দুপুরে প্রায় ৯২ মে: টন রড জাতীয় পণ্য ২টি ট্রাক ও ১ লরিতে করে আগরতলা যায়। ওইদিন সকালে আশুগঞ্জ থেকে সড়ক পথে ট্রাক ও লরি পৌঁছে আখাউড়া স্থলবন্দরে। গত ১৫ সেপ্টেম্বর প্রায় ৬শ’ ৪৯ মে: টন রড ও ৩শ’ ৩৯ মে: টন চাল নিয়ে কলকাতা থেকে বাংলাদেশী এমভি মাস্টার সুমন-১ নামের জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে এসে নোঙর করে।
জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’-এর আওতায় মানবিক কারণে বাংলাদেশের উপর দিয়ে বিনা মাশুলে পরিবহনের অনুমোদন লাভ করে। এই চুক্তির আওতায় গতকাল ূপ্রায় ৯২ মে: টন রড জাতীয় পণ্য আগরতলা যায়।
আশুগঞ্জ নৌবন্দর ট্রাফিক পরিদর্শক শাহ আলম বলেন, সকাল ৯টার দিকে আশুগঞ্জ বন্দর থেকে সড়ক পথে ট্রাক ও লরিগুলো আখাউড়া স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। এ পণ্যে ১শ’ ৯২ টাকা ২২ পয়সা করে প্রতি টনে ট্যাক্স আদায় করা হয়েছে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ২টি ট্রাক ও ১ লরিতে করে প্রায় ৯২ মে: টন রড জাতীয় পণ্য গেছে আগরতলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন