শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয়দেরই বিপদে ফেলেছে মোদি সরকার

আলোচনা সভায় অমর্ত্য সেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৮ এএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যথাযোগ্য ব্যবস্থা না নিয়ে কৃতিত্ব জাহিরের প্রতিযোগিতায় নামায় মোদি সরকারকে রীতিমতো তুলোধুনো করলেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার মতে, নিজেদের জনগণকে রক্ষায় যথেষ্ট ব্যবস্থা না নিয়েই বিশ্বরক্ষার কৃতিত্ব দাবি করতে নেমেছিল ভারত সরকার। এর ফলেই দেশটিতে এত ভয়াবহ হয়ে উঠেছে মহামারির দ্বিতীয় ঢেউ। গত শুক্রবার ‘রাষ্ট্রীয় সেবা দল’ আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখার সময় এভাবেই মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন অমর্ত্য সেন।

তিনি বলেন, নিজেরাই টিকা উৎপাদন শুরু করেছিল ভারত। পাশাপাশি ভারতীয়দের রোগপ্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি। ফলে বৈশ্বিক মহামারি বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় ছিল ভারত। তারপরও যে সংক্রমণ এতটা ভয়াবহ চেহারা ধারণ করল, তার পেছনে রয়েছে মোদি সরকারের ‘সংশয়াচ্ছন্ন’ মনোভাব। বিষয়টিকে ‘সিজোফ্রেনিয়া’ রোগের সঙ্গে তুলনা করেন ভারতীয় অর্থনীতিবিদ। এই অসুখে সত্য-মিথ্যা বিচার করার ক্ষমতা লোপ পায়, যার কারণে রোগী অনেকটা ভ্রমের মধ্যে বসবাস করেন। ভারত সরকারও সেই অসুখে আচ্ছন্ন বলে ব্যঙ্গ করেন অমর্ত্য সেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেকথা না ভেবে সরকার নিজেদের কৃতিত্ব নিতেই বেশি ব্যস্ত ছিল। এর কারণে ওই সিজোফ্রেনিয়া তৈরি হয়। সরকার গোটা বিশ্বের কাছে কৃতিত্ব নিতে চেয়েছিল, যেন ভারত বিশ্বকে রক্ষা করবে। এর মধ্যে সমস্যা ক্রমান্বয়ে বেড়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভারতীয়দের প্রাণ সংশয় তৈরি করে। এক্ষেত্রে আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের একটি উক্তি স্মরণ করিয়ে দেন অমর্ত্য সেন। ১৭৬৯ সালে অ্যাডাম বলেছিলেন, কেউ সত্যিই কোনো ভালো কাজ করলে একদিন আপনাআপনিই তার স্বীকৃতি মিলবে। সূত্র : এবিপি আনন্দ, সংবাদ প্রতিদিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Mohammad Ali Rumon ৬ জুন, ২০২১, ১:৩৮ এএম says : 0
দরিদ্র দেশ বেশি বড় হওয়া উচিত নয়৷ আমেরিকা, রাশিয়া ও অষ্টিলিয়া বড় হলেও ধনী দেশ৷ ভারতীয়দের নিজেদের মধ্যে আলোচনা করে শান্তিপূর্ণ ভাবে ৩০/৪০ টা স্বাধীন দেশ হয়ে যাওয়া উচিত৷
Total Reply(0)
Sourov Hossain ৬ জুন, ২০২১, ১:৩৮ এএম says : 0
যেমন প্রধানমন্ত্রী সিলেক্ট করছেন তেমন রেসপন্স করছে আর কি! ব‍্যক্তিগতভাবে সচেতন হউন আর পারষ্পরিক সহযোগিতায় মনোনিবেশ করাই শ্রেয় মনে হচ্ছে
Total Reply(0)
Udash Kobi ৬ জুন, ২০২১, ১:৩৯ এএম says : 0
মোদি যেখানে যায় সব ছারখার হয়ে যায় বাংলাদেশে এসেও সংঘাত লাগিয়ে গেছে মোদি নিজেই একটা ভাইরাসের নাম। মানবতাবিরোধী এক ভয়ংকর খুনি
Total Reply(0)
Raihan Bhuiyan ৬ জুন, ২০২১, ১:৩৯ এএম says : 0
ভারতের সামরিক বাজেট আমাদের জাতীয় বাজেটের সমান। অথচ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না করে ভারত নিজেদের সামরিক ব্যয় বৃদ্ধি করছে।
Total Reply(0)
A.K. Azad ৬ জুন, ২০২১, ১:৩৯ এএম says : 0
টেনশনের কোন কারণ নেই । কিছুদিনের মধ্যেই কঙ্গনার নির্দেশে বিজেপি সরকার করোনার বিরুদ্ধে দাঙ্গা বাধিয়ে দিবে আর তাতেই করোনার বংশ নির্বংশ হয়ে যাবে
Total Reply(0)
যুব কমাণ্ড ৬ জুন, ২০২১, ১:৪০ এএম says : 1
চা খাবেন চা? চা ওয়ালা যদি হয় রাষ্ট্র প্রধান এ অবস্থা তো হবেই! এতে আশ্চর্যের কি আছে?
Total Reply(0)
রিক্ত অনুরাগ ৬ জুন, ২০২১, ১:৪০ এএম says : 0
সংক্রমন বাড়ার অন্যতম কারন কুম্ভমেলা। সেই সাথে মোদীর অন্যায় অপকর্ম । সৃষ্টিকর্তা কতই বা সহ্য করবে । ভারতের জন্য প্রার্থনা করি যেন সব ঠিক হয়
Total Reply(0)
Morshed Haque Sabbir ৬ জুন, ২০২১, ১:৪১ এএম says : 0
এতে নরেন্দ্র মোদির কিছু আসে যায় না, গত কয়েকবছরে অনেক গুলা বাজে ডিসিশন নিয়েছে নরেন্দ্র মোদির সরকার! কিন্তু সেগুলা তাদের জনপ্রিয়তা কমায় নি, বরং বাড়িয়েছে, কারণ তাদের হিন্দুত্ববাদ ট্যাগ টা আছে!
Total Reply(0)
Jakir Al Faruki ৬ জুন, ২০২১, ১:৪২ এএম says : 0
মানুষের সমস্যা সমাধান নয়, ক্ষমতায় যাওয়া আর টিকে থাকা এদের কাছে সব। মোদি বিলিয়ন রুপি খরচ করে প্যাটেল মূর্তি বানালো অথচ যেই ভোটাররা তাকে ভোট দিয়ে রাজা বানালো তারা বেঘোরে মারা যাচ্ছে অক্সিজেন আর অষুধের অভাবে। ক্ষমতা লোভি রাজনীতিক।
Total Reply(0)
Abdullah Mammun ৬ জুন, ২০২১, ৬:০৪ এএম says : 0
জনগণ যেমন,রাজা তেমন। মূর্খরা মূর্খকেই নির্বাচন করে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন