শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দুই মামলায় ডিআইজি মিজানের আবারও জামিন আবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় আবারও হাইকোর্টে জামিনের আবেদন করেছেন পুলিশের সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। গতকাল সোমবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে এ আবেদন জানান। চলতি সপ্তায় আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান।

২০১৯ সালের ২৪ জুন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের পরিচালক মনজুর মোর্শেদ বাদী হয়ে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। এতে মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসান ও ছোট ভাই মাহবুবুর রহমানকে আসামি করা হয়। এজাহারে আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরের মাসে অর্থাৎ ২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।
এ দু’টি মামলায় ইতিপূর্বে তিনি জামিন আবেদন জানালেও তা আদালতে খারিজ হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন