শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কুস্তির ১০ পদক

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দশ পদক জিতে গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের মিশন শেষ করলো বাংলাদেশ কুস্তি দল। এবারের গেমসে পুরুষ ও মহিলা মিলিয়ে বাংলাদেশের মোট ১৬জন কুস্তিগীর অংশ নেন। নিজ নিজ ওজন শ্রেণীতে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতেন ১০ জন। এগুলোর মধ্যে ৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জপদক রয়েছে। মেয়েদের মধ্যে ৬০ কেজি ওজন শ্রেণীতে রিনা, ৬৯ কেজি ওজন শ্রেণীতে শিরিন ও ৬৩ কেজি ওজন শ্রেণীতে ফারজানা রৌপ্যপদক জিতেন। মেয়েদের মধ্যে ব্রোঞ্জ জিতেন পাঁচজন খেলোয়াড়। ৪৮ কেজি ওজন শ্রেণীতে নদী চাকমা, ৫৫ কেজি ওজন শ্রেণীতে সোমা, ৫৮ কেজি ওজন শ্রেণীতে তানজিলা, ৭৫ কেজি ওজন শ্রেণীতে মিনা ও ৫৩ কেজি ওজন শ্রেণীতে নামিমা ব্রোঞ্জ জয় করেন। এদিকে, গতকাল পুরুষদের ৮৬ কেজি ওজন শ্রেণীতে মিজানুর ও ৯৭কেজি ওজন শ্রেণীতে বিল্লাল হোসেন পান দুটি ব্রোঞ্জপদক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন