শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সউদী প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৭:৪৫ পিএম

সউদী আরবে প্রবাসীদের ইকামা বৈধতার মেয়াদ (আবাসিক অনুমতি), প্রস্থান এবং পুনরায় প্রবেশের ভিসা, পাশাপাশি ভ্রমণ নিষেধাজ্ঞার শিকার দেশগুলিতে বর্তমানে প্রবাসী বিদেশীদের ভিজিট ভিসার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বিনামূল্যে বাড়ানো হয়েছে। সউদী প্রেস এজেন্সি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারির সঙ্কটকালে দুটি পবিত্র মসজিদের কাস্টোডিয়ান রাজা সালমানের নির্দেশে অর্থমন্ত্রীর দেয়া ইকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েছে। যাতে করে অবাধ বিস্তৃতি নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এর প্রশস্ত করণে সরকারের অব্যাহত প্রচেষ্টা সফল ও সার্থক হয়। তাদের উপর অর্থনৈতিক ও আর্থিক প্রভাব যেন না পড়ে। জানা গেছে, জেনারেল পাসপোর্ট অধিদপ্তর (জওয়াজাত) জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে এই সম্প্রসারণ করা হবে বলে নিশ্চিত করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন