সাতক্ষীরার কলারোয়ায় তিনটি ককটেল উদ্ধার করেছে র্যাব। এঘটনায় গতকাল কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি নম্বর ৪২৬।
র্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মো. মাহাবুব উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ দল মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে ককটেল তিনটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এগুলো কলারোয়া থানার কাজির হাট ইউনাইটেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে কালভার্টের নিচে প্লাস্টিকের ব্যাগের ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো ছিলো। তিনি বলেন, ককটেল সাদৃশ্য বোমাগুলো কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন