রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়লো

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ৪:৪২ পিএম

করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে স্থাণীয় প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা করোনা কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনে মুদি দোকান ও কাঁচা বাজার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম দফার লকডাউনে এটি ছিলো সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত। প্রথম দফার ৭ দিনের লকডাউন আগামীকাল শুক্রবার শেষ হবে। এরপর থেকে দ্বিতীয় দফার লকডাউন শুরু হবে।

জেলা করোনা কমিটির সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেট এস,এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চূয়াল মিটিংয়ে দুইজন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, সকল ইউএনও, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মীরা যুক্ত ছিলেন।

মিটিংয়ে জেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ারম্যানদের আরো দায়িত্বশীল হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠ পর্যায়ে আরো কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া, অভ্যন্তরীণ রুটের বাস ও দূরপাল্লার পরিবহণ চলাচল আগের ঘোষনা অনুযায়ী বন্ধ থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন